XI CLASS ADMISSION SYSTEM-www.xiclassadmission.gov.bd-24 jobs career

H.S.C Admission System 2019

24 Jobs Career

অভিন্দন জানাই 2019 সালের এস.এস.সি পরীক্ষায় পাশকৃত সকল ছাত্র/ছাত্রীদের। আমরা তোমাদের মঙ্গল কামনা করি। আসছে 12/05/2019 ইং তারিখ শুরু হবে  ভর্তি যুদ্ধ। উক্ত তারিখ থেকে যারা এস.এস.সি পরীক্ষায় কৃতকার্য হয়েছে তাদের  কলেজে ভর্তির আবেদন শুরু হবে এবং 23/05/2019 ইং তারিখ পর্যন্ত অনলাইন এবং এস.এম.এস এর মাধ্যমে আবেদন করা যাবে।

আবেদনের মাধ্যমঃ- 2টি।
 1. http://xiclassadmission.gov.bd/  ওয়েবসাইটের মাধ্যমে।
2. টেলিটক সিম দিয়ে এস.এম.এস এর মাধ্যমে।

বিস্তারিতঃ- 
1. ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রকিয়াঃ-
ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে  এই http://xiclassadmission.gov.bd/ লিংকে প্রবেশ করে আবেদন করতে হবে। অথবা নিচের Apply Now বাট্টনে ক্লিক করে আবেদনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। 

 ফিঃ ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে সর্বোনিম্ন 5টি কলেজ এবং সর্বোচ্চ 10 টি কলেজের জন্য টেলিটকের মাধ্যমে 150/- টাকা ফি প্রদান করতে হবে।

Apply Now

2. এস.এম.এস এর মাধ্যমে আবেদন প্রকিয়াঃ-

এস.এম.এস এর মাধ্যমে আবেদনের জন্য নিচের প্রক্রিয়াটি অবলম্বন করতে হবে।
1st Step:
CAD<space>COLLEGE EIIN<space>FIRST 2 LETTER OF DESIRE GROUP<space> FIRST 3 LETTERS OF YOUR SSC BOARD<space>SSC ROLL<space>PASSING YEAR<space>REGISTRATION NUMBER<Space>NAME OF SHIFT<space>VERSION  & send to 16222
যাদের কোটা আছে তাদের জন্য এসএমএস আবেদনের প্রক্রিয়াটি নিম্নরুপঃ :
CAD<Space>COLLEGE EIIN<space>FIRST 2 LETTER OF DESIRE GROUP<space>FIRST 3 LETTERS OF YOUR SSC BOARD<space>SSC ROLL<space>PASSING YEAR<space>REGISTRATION NUMBER<pace>NAME OF SHFT<space>VERSION<space>QUOTA send to 16222.

গ্রপ এর কি ওয়ার্ড হবে নিম্নরুপঃ
KEYWORDS OF DESIRE GROUP:
Science = SC
Business Studies = BS
Humanities = HU
Home Economics = HE
Islamic Studies = IS

ভার্সনের কি ওয়ার্ডঃ-
Bangla = B, English = E

শিফট এর কি ওয়ার্ড:
Morning = M
Day = D,
Evening = E,
If college have No Shift type = N

কোটা কি ওয়ার্ডঃ
Freedom Fighter Quota = FQ
Employee Child of Desired College or Education Ministry = EQ
Special Quota = SQ

সকল বোর্ডের প্রথম 3 লেটারঃ-
Dhaka Borad = DHA
Chittagong Board = CHI
Rajshahi Board = RAJ
Comilla Board = COM
Barisal Board = BAR
Sylhet Board = SYL
Jessore Board = JES
Dinajpur Board = DIN
Madrasah Board = MAD
সফলতার সাথে আবেদন করার পর আপনি মোবাইলে একটি পিন নাম্বার পাবেন।
তারপর এস.এম.এস প্রক্রিয়ার 2 ষ্টেপ ফলো করুন।
2nd Step

CAD <space> YES<space>PIN Number<space>Contact Number and send to 16222.
2 এস.এম.এসটি পাঠানোর পর আপনার মোবাইলে একটি কনফার্মেশন এস.এম.এস আসবে। সেখানে আপনার নাম এবং ট্র্যাকিং নাম্বার থাকবে।

 ফিঃ এস.এম.এস এর মাধ্যমে আবেদন করতে সর্বোনিম্ন প্রতিটি কলেজের জন্য টেলিটকের মাধ্যমে 120/- টাকা ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে সর্বোচ্চ 10 কলেজে আবেদন করা যাবে।




No comments

Translate

Theme images by sololos. Powered by Blogger.